Header Ads

জাভাস্ক্রিপ্ট এমন একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা সকল ওয়েব ডেভেলপার এর জানা থাকা উচিত! তাই তো আমরা জাভাস্কিপ্ট এর সকল উৎস নিয়ে হাজির হয়েছি ।

Code structure

                 
                           Code structure 


C তে যেমন আমরা কোন কিছু print করার জন্য printf() লিখতাম । JavaScript এ আমরা কোন কিছু print করার জন্য console.log() use করব ।

প্রথমে আমরা আমাদের blog এর নাম টা print করে দেখি  JsNur.blogspot.com

   পাশে কিন্তু আমরা Live Output দেখতে পাচ্ছি 😂





                                      Statements :


      আমরা একই লাইনে ২ বার console.log লিখতে পারি । 

  আবার চাইলে নিচের লাইনে ও লিখতে পারি
    






                                     Semicolons :

আপনি যদি একটা statement একটা লাইন এ লিখেন , তাহলে আপনাকে Semicolons দিতে হবে না 😱। কি মজার না ব্যাপার টা 😂 
                  


console.log("Nur Alam") লিখার পর , আমরা পাশে Output দেখতে পাচ্ছি । Semicolon
না দিয়ে আমাদের কাজ হয়ে গেলো । কিন্তু আপনি console.log("Nur Alam") এর পাশে      আবার console.log("Jsnur') লিখে দেখেন তো , কি হয় । চলুন দেখে নেয়া যাক 


কি দেখলেন , একটা output দেখাচ্ছে । হাঁ , প্রথম টার জন্য output দেখাবে কিন্তু এর পরের টার জন্য Syntax error দেখাবে । যদি ১ টা statement এর পর আপনি আরো লিখতে চান ,    তাহলে আপনাকে semicolon দিতে হবে । বুজা গেলো ব্যাপার টা । একটু practices করেন ,  দেখবেন আপনি সব বুজে গেছেন । ভাল কিছু শিখতে চাইলে নিজের practices এর কোন      বিকল্প নাই  । তবে আমার মতে Code এর গঠন যদি সুন্দর করতে চান , তাহলে Semicolon ব্যবহার করতে পারেন  



                           Comments :


আপনি যদি ১ লাইন এর জন্য comment করতে চান , তাহলে ২ টা forward slash
characters (//) use করতে পারেন । নিচে দেখে নেয়া যাক  

আর আপনি যদি একাধিক লাইন comment করতে চান তাহলে শুরু করবেন একটা forward slash & একটা asterisk দিয়ে এবং শেষ করবেন  একটা asterisk & একটা forward slash দিয়ে। নিচে দেখেন 







No comments

Powered by Blogger.