Header Ads

জাভাস্ক্রিপ্ট এমন একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা সকল ওয়েব ডেভেলপার এর জানা থাকা উচিত! তাই তো আমরা জাভাস্কিপ্ট এর সকল উৎস নিয়ে হাজির হয়েছি ।

Code editor

   
 Code editor with installation


আচ্ছা আমরা যে JavaScript এর কোড লিখে practice করব , তো কোথায় করব । JavaScript এর কোড লিখার জন্য অনেক  code editor আছে । কিন্তু আমার কাছে মনে হয় visual studio code(VS Code) 😍এই editor টি সব চেয়ে ভাল । তাই আমি আপনাদের কে বলব  VS code editor এ কোড practice করেন  ।

visual studio code(VS Code) Download করার জন্য নিচের লিংক টি তে Click করুন ঃ                                                 
      লিংক  →     https://code.visualstudio.com/download

এর পর আপনার Operating System অনুযায়ী Download করে নিবেন  । এবং Install করবেন অন্য Software এর মত করে


VS Code Install করার পর Live Output 😱 দেখতে চাইলে  Quokka.js  এইটা কে Install করে নিতে হবে 

আমি নিচে দেখিয়ে দিচ্ছি , কি ভাবে Quokka.js কে Install করবেন

                                              Zoom করে দেখার জন্য ছবি তে click করুন 

আমার Mark করা 2 এ যেয়ে মানে (search option) এ  Quokka.js লিখবেন , এবং Install করবেন । এর পর Load এ Click করবেন । এইতো হয়ে গেল VS Code এ আমাদের Live Output দেখা ।

আপনি চাইলে আপনার পছন্দ মত আরো Extensions Install করে নিতে পারেন  । আর যখন  অনেক গুলা  Extensions Install করবেন , তখন সবার last এ যেয়ে Load click করে নিবেন


আপনি  VS Code close  করে দিয়ে আবার যখন Open করবেন তখন আপনাকে Quokka.js  আবার  Run  করে নিতে হবে । কিভাবে Run করবেন , আমি নিচে দেখিয়ে দিচ্ছি। 


  1. প্রথমে আপনি Keyboard যেয়ে একসাথে Ctrl + Shift + p  চাপবেন ।
  2. একটা Search Box আসবে , ওখানে Start On Current File এই লিখা টা লিখবেন । এই তো হয়ে গেলো Quokka.js  On . যদি Quokka.js Off রাখতে চান  Ctrl + Shift + P  চেপে লিখবেন  Stop Current 




No comments

Powered by Blogger.